অর্ধাঙ্গী
তুমি আমার দ্বিতীয় পৃষ্ঠা যার কন সমাপ্তি নেই।
তুমি আমার চোখে দেখা নিতান্তই শ্রেষ্ঠ নারী,
আমার হৃদয়ে রানী। প্রাপ্তির মাঝে সবটুকু সুখ।
হর-হামেশাই প্রবল ইচ্ছে হয় তোমায় নিয়ে হারাই -
দেশ দেশান্তরী হই, হারাই গভীর অরণ্য প্রকৃতির মাঝে।
নিবিড়তা চোখে চোখ রাখি, বুজতে চাই চোখের ভাষা।
দ্বি প্রহরের আলোর মতো উজ্জ্বল দৃষ্টান্ত হই ।
আমি একাই তোমাকে ভালোবাসতে চাই-
চাই হৃদয়ের শ্রেষ্ঠ কোনে রাখতে, সবার থেকে আড়ালে।
কোন এক বর্ষায় হাঁটব দু’জ, শীতল বাতাসে চাদর মুড়িয়ে।।
চল যাই সাগর জলে ভেজাই শরীর , পাহাড় সমান ঢেউয়ের তরে।
সূর্যাস্ত দেখি গোধূলি বেলায়, সাগরের বিশালতায় গিলে খাওয়া সূর্য।
গভীর গর্জন শুনি কান পেতে দুঃখ বিলিয়ে সুখ কিনতে।
শুকরিয়া জননী তোমায়, এমন শ্রেষ্ঠ উপহার আমায় দেওয়া জন্য।