অমর একুশ
আমি ভাবি একুশে কথা!
সালাম, বরকত, রফিকের-
থেকে পড়েছিল রক্তের ফোঁটা।
কেঁপে ছিল রাজপথ,
ভেঙ্গে ছিলো বাড়ি।
আমার বাংলার উপর চলেছিলো গুলি।
কত লুটপাট হয়েছিল বাংলা,
আমার মা'য়ের ভাষা কেড়ে নিবে তারা।
জোয়ার এলো যৌবন সাগরে।
উচ্ছ্বাসে বাসছে বাংলা,
বইছে রাজপথে রক্তের বন্যা।
দিয়েছে তারা তাজা প্রাণ,
রক্তিম এই বাংলা ভাষা।
বাংলা আমার প্রাণের ভাষা-
জীবন দিয়ে কিনেছি মা য়ের ভাষা।
একুশ আমার অহংকার।