অসহায় চিৎকার তারা কানে শুনে না।
আমার অধিকার আমি কেন পাবনা!

জেগেছে সমাজ অধিকার আদায়ের,
চোখ মেলো আওয়াজ তুলো প্রাণে।
ছেড়ে দিলাম বাঁচার অধিকার,
মেনে নিলাম আজ আমি মৃত।
সঞ্চয় করে শক্তি বাড়িয়েছি মনোবল,
দল বেঁধে ধর, রাখ হাতে হাত।

জানি আসবে বাঁধা চলবে বুলেট বৃষ্টি,
ঝরবে তাজা প্রাণ রক্তের স্রোতে বাসবে রাজপথ।
আমরা তরুণ তরুণী রক্তে আছে তেজ।
বুঝে নিব ঠিক আমার অধিকার, হটবে না আমার পা।

গগন জুড়ে আমাদের শ্লোগান এ যেন হাজার বুলেট সমান।
চিৎকার করে বল হটাও তোমার অন্যায় অবিচার।
রক্তচুসে খেয়েছ মোদের, বিকল করে দিয়েছো দেহ।
কথা বলার অধিকার নেই, নেই আমার স্বাধীনতা।

সত্য বললে ধরবে গলা, হয়তো নিবে আমরা প্রাণ।
স্বাধীন বলে কেমন স্বাধীন, অন্ধের পথচলা।
উড়াল পথে করলে গুলি, হিংস্র তারা-মানুষ তো নয় যেন জানোয়ার।
সত্যর পথে দিলাম বুক পেত, নিয়ে গেলি প্রাণ।

তপ্ত রোদে গান জোয়ার আমার ভাই মরলো কেন?
তৃষ্ণা মেটাতে পানি হাতে, তারা মুগ্ধ কেও ছাড় লোনা।
দফায় দফায় আন্দোলন এবার জয় হবে।
স্বাধীন হলো দেশ ৩৬ জুলাই।