একজন তার এক স্বজনকে বলল ডেকে,
"কিভাবে বাঁচবো আমি,তুমি হারিয়ে গেলে?"
"ও স্বজন আমার,ও স্বজন,
আমি চললে কিইবা হবে? থাকবে তো ভুবন,
এর মাটির সঙ্গে হয়ে জর্জরিত,
আশা থাকবে,আকাঙ্ক্ষা থাকবে,থাকবে ভবিষ্যতও।"
"তবুও তোমার সঙ্গে কাটিয়েছি আমি দিনের বহুক্ষণ
চলে গেলে তুমি কিভাবে সময় ছুটবে তখন?
ক্ষণে ক্ষণে সময় আমাকে ডাকবে,
স্বজনের বেদনায় হৃদয়ে সেথায় কাদঁবে।"
"দুঃখ তো সকল হৃদয়ে বয়ে যায় হয়ে কিছু প্রহর,
কিন্তু বাস্তবতার অজুহাতে সেতো হবেই অন্য কারর।
সেভাবে আমার অভাবে তোমার হৃদয়ে হবে না তেমন কিছুই,
অন্য কেউ আমার জায়গা পূরণ করে ছুটবে তোমার পিছু পিছু।"