স্কুল মানে জীবনের,কাতর করা কিছু স্মৃতি,
স্কুল মানে সূর্যের আলো,খুলে দেয় কালো বৃতি।
স্কুল মানে শিক্ষকদের সাথে কিছু হাসি জরানো দিন,
স্কুল মানেই তাদের দেওয়া স্মৃতির মায়াবী বীন।
স্কুল মানে এমন কিছু সঙ্গির সাথ পাওয়া,
স্কুল মানে তাদের সাথে বয়ে যাওয়া মন
মাতানো হাওয়া।
স্কুল জীবন মানেই জীবনের শ্রেষ্ঠতম পাঠ,
স্কুল মানেই ধূসর মরূভূমির বুকে সবুজ-শ্যামল মাঠ
স্কুল তুমি অন্ধকার আয়নার বুকে ঢেলে
দিয়েছো আলো,
স্কুল তুমিই গড়েছ পৃথিবীতে ছিল,আছে যত ভালো। স্কুল তুমি জীবন প্রতিভার উন্মোচিত দ্বার,
স্কুল তুমি বের করেছো মোর হৃদয়ের
লুকোয়িত সুরকার।