মুসাফির বলে "তুমি কেন এতো কটুর?
কেন হও না আজও মধুর?"
অথচ শীতার্ত বলে"তুমি কেন হলে আজ শান্ত?
আমি যে তোমায় দেখতে চাই ক্ষিপ্তে ভরা ক্লান্ত?"
সূর্য বলে "শান্ত হই,কটুর হই,হই সে যতই ক্ষিপ্ত,
কখনোই হতে পারব না সবার কাছে কী মিত্র?"

সিংহ বলে"ওহে,রাত তুমি কেন অন্ধকার নামিয়ে?
আমার সকল আহার্য টুকু দাও ভাসিয়ে।"
পেঁচা বলে"তুমি কেন আলো দিয়ে নিজে যাও চলে?
আমি যে তোমায় ছাড়া কিছুই দেখিনা যতই চলি
                                               কৌশলে।"

কেঁচো বলে"বৃষ্টি তুমি আমার এ ঘরে কেন এলে?
আমার বাড়ি, স্বপ্ন, খাবার সবই যে ভাসালে।"
উট সেথায় বলে"তুমি কেন বর্ষাও না
                                      আমায় ভেজাতে?
তুমি কেন আসো না আমার তৃষ্ণা মেটাতে?"
আসলে,পৃথিবীর সকল দুখের মাঝেই আছে সুখ,
সুখের মাঝেই আছে আবার অজানা দুখ।