পহেলা বৈশাখে করিস তোরা,
সংস্কৃতি নামে অপসংস্কৃতি চর্চা।
পহেলা বৈশাখে সাজিস তোরা,
একদিনের বাঙালি।
পহেলা বৈশাখে পান্তা ইলিশ,
ছাড়া নেই কোনো কথা!
সারা বছরে খাস তোরা,
রেস্টুরেন্টে চায়নিজ কিংবা বিরানী!
পহেলা বৈশাখে বাঙালি কাপড়,
ছাড়া নেই কোনো কথা!
সারা বছর তো পড়িস তোরা,
ওয়েস্টার্ন শার্ট আর জিন্স প্যান্ট।
পহেলা বৈশাখে করিস তোরা,
চেতনার নামে যতসব বেহায়াপনা।
নিরীহ ভালো মানুষও দেবে,
তোদের গালি আর মুখে থুথু।
আসলেই তোরাই হলি,
একদিনের বাঙালি।