কবি মানেই সৃজনশীলতা, সত্য প্রকাশ, মিথ্যার বিরুদ্ধে লেখা । এটা প্রকাশ করতে এই সাইটে এসেছিলাম । এসে তা মিথ্যে প্রমাণিত হলো আমার কাছে, অন্য জনের কাছে কেমন মনে হচ্ছে বা হয়েছে তা আমার বিবেচ্য নয় । শুধু এটুকুন বলার আছে আমার, এখানে অন্যের লেখায় মন্তব্য করা ছাড়া ফিডব্যাক মিলেনা । ধরেন আমার লেখার মান ততোটা ভালো নয়, আমি কী করলাম! অন্যের লেখা না পড়েই মন্তব্য করলাম যে, দারুণ হয়েছে! ইত্যাদি ইত্যাদি । তারপর আমার লেখায়ও সেই ব্যক্তি থেকে একই ধরণের ফিডব্যাক এলো । এই হলাম আমাদের কবিত্ব ! তাই আমার লেখা কবিতাগুলো এখান থেকে মুছে ফেলেছি । তাই বলে ভাববেন না যে আমার লেখায় ফিডব্যাক পাইনি । যথেষ্ট পেয়েছি । কিন্তু তা মেকী ফিডব্যাক ।
আলোচনাটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০৯/২০১৪, ১১:৪২ মি: