গদ্যছন্দ  

আজ অনেক কথা লেখনীর মাথায় এসে ও থমকে যায়, যেন হরতাল চলে পাতায়।
আমার মা আছে এই কথাটি যখন, মস্তিষ্কে-
ঘুনে পোকাড় মত কুট-কুট করে কামড়ায়।
আজ গানে সুর ধরতে গেলে স্বর স্তব্ধ হয়ে যায়,
আমি একটি জীবন্ত স্বপ্ন আমার বাবার
এই এলার্মটি বাজে যখন আমার ভাবনায়।
হাজারো কথা লেখি ঐ ভোরের কাগজে,
যে কাগজ শুধু আমার জন্যই প্রকাশ পায়,
শুধু সয়ং স্বপ্ন  বাচিঁয়ে রাখার ধান্দায়।
আমি তরুণ আমার বয়সে,কিন্তু বার্ধক্যতা-
আমি অর্জন করেছি কিছুদিন বাচাঁর তাড়নায়।
হে যৌবনের অগ্নিশিখায় প্রজ্জ্বলিত তরুণ,
এক হও! আজ বাহান্নর আন্দোলন ফির করতে হবে, তবে এটা কথা বলার আন্দোলন নয় বাংলায়, এটা কথা বলতে পারার স্বাধীনতার
আন্দোলন,দেবো রক্তও যদি দিতে হয়।
তারুণ্য বয়সে না,
তাকে আজ তোমাদের হৃদয়ে জন্ম দিতে হবে।
তোমরা তরুণ, তোমরা করতে পারো বিশ্ব জয়।
আগাও উর্দির নিচে যত জরাজীর্ণতা আছে
তা সব ঝেড়ে দিয়ে, তুফান উঠিয়ে দাও
আর দেখিয়ে দাও তুমি বাঙ্গালী তুমিও পারো,
তোমার নেই কোনো সংশয় ।