মাত্রাবৃত্ত ৬+৬
মানিক রতন কখনো দেখিনি,
জানিনা যে তার মূল্য কত খানি।
আমি যে পেয়েছি হিরকের খনি,
যে দাম আজও চুকানো হয় নি।
কড়ি বিনা মিলে তাই তুচ্ছ কি?
হিরক দন্ড হিরকই বৈকি।
আমরা মাত্র কালের ভেলকি।
তার কাছে এটা যে মিছে ফুলকি।
সমীরনে যার পুরোটাই ফাঁকি।
কি করে চুকাবে তুমি তার বাকি?
হীন তব কাছে, হও যত দামী।
রাজা-প্রজা করে যে তব গোলামী।
এপারে থাকতে তাকে করো মান।
ওপারেতে হবে তবে মহীয়ান।
তকলিফে তিনি যে আপনজন।
বিধাতার পরে সে ধাতা এ ধাম।