মাত্রাবৃত্ত ছন্দে ৬+৬+৬+৪
জবর যতই হোকনা খামটা
মানুষ ই রবে যে নামটা।
দেহটা সবার একই যে দাদা
খামটা হোকনা কালো-সাদা।

সাদা কালো মানে রঙ শুধু দুটি
মিলনে না হোক খুনসুটি
ভাই করে নিব দিব বুকে ঠাই
রক্তের রঙ এক তাই।

ধর্ম বর্ণ জাতির দোহাই
থামাও এবার ওহে ভাই
চলো, নজরুল-লালনে হারাই
আর সাম্যের গান গাই।

সবাই মানুষ মানুষের মাঝে
সেখানে ভিন্নতা নাহি সাজে।
ভেদাভেদ ভুলে রাখি হাত হাতে
মিলে মিশে রবো এক সাথে।

বর্ণ বিবাদে কোঁচকাবো না ভ্রু
আমি থেকে হোক আজ শুরু।
আসবো যে ফিরে রূপে নেলসনে
আমি এই ভাবে প্রতি জনে।