গদ্যছন্দ
আকাশ চুম্বি ঐ মিনার থেকে আজানের ধ্বনি যখন বাজে,
আমরা থাকি তখনো মশগুল সংসারের ই কাজে।
ঐ সুরেতে যে মধু আছে ক'জনেই বা জানে,
এই সুরেই যে মালা গাথাঁ স্রষ্টা সৃষ্টির মাঝে।
বিপণিতে তৈরি নয়,নিমন্ত্রণপত্র তবে
খোদার সাথে দেখা করতে আজ কে কে যাবে?
স্বামী মোদের সে,
চলো হারাই আজ তব বন্দনাতে।