একবিংশ নাকি পাচঁ'শ শতাব্দী
ঈসা তিরোধান পরবর্তী?
সভ্যতার নামে অসভ্যতা,
যুগ যে আজও আঁধারে ভর্তি।
ফুরাবেনা কি জাহেলিয়াত
যতই চাইনা আশীর্বাদ?
অত্যাচারে আর ব্যাভিচারে
করছে মানুষ আর্তনাদ।
কন্যা সন্তান ভূমিষ্ট হলে
প্রাণ নিতো মাটি চাপা দিয়ে,
খুন-খারাবি থামেনি আজও
ধর্ষিয়ে তারা দেয় টাঙ্গিয়ে।
থানা-হাজতে হাজির হলে
খাকি পোশাক দেয় তারিয়ে,
মামলা তারা না নিয়ে তার
পাড়ার বলে দেয় ধরিয়ে।
পাড়ার মেয়ে না বলে যদি
বোনের সম্ভ্রম দিত তারে
হাজারো বোন থাকতো বেঁচে
আজ সুন্দর এই সংসারে।