স্বরবৃত্ত ৪+৪+৪+২

ভবের তরে গড়লে যে ঘর
পরের পয়সা দিয়ে,
মরার পরে শ্মশান ঘাটে
যাবে তোমায় নিয়ে।

টাকা-কড়ির বাহাদুরি যা,
ভাসবে নয়ন জলে।
দুইটি টুকরো কাপড় ছাড়া
যাবে তো সবই ফেলে।

নিকাশ কালে জপিবে কিবা
রোজহাশরের দিনে?
সেদিন দিবে ফেরত সবি
নিজের পূণ্যে কিনে।

খাতা তোমার পুরোই ফাঁকা
পূণ্য নেইতো তাতে,
এবার তবে খাটো বেগার
রেহাই পাক সাতে।

শিখাও তব সন্তানে ভাই
লালসা যেনো ছাড়ে,
ওপারে যাবে, রবে না কেহ
এ শিক্ষা যেনো ধরে।