স্বরবৃত্ত মাত্রা ৪+৪+৪+২
পুড়ে অঙ্গার কৃষি খামার
মাঠ যে ফেটে চৌচির
কামার-কুমার জলের তেষ্টায়
হয়ে গেলো অস্থির।
আকাশ গেলো মেঘে ছেয়ে
ফিরছে নীড়ে পাখি
ঘরের চালা উড়ে যাচ্ছে
খুঁটি গুলো বাকি।
ফোঁটায় ফোঁটায় ঝরছে পানি
টিনের চালে টিপটিপ
মাঝে আবার বজ্রপাত যে
করছে বেজায় ধিপধিপ।
পিপীলিকা দল বেঁধেছে
ফিরবে গৃহীর ঘরে
কালবৈশাখী ঝড়ে যেন
বাঁচে ভবের তরে।
আমের মেলা বসবে তবে
দমকা ঝড়ের শেষে
মামার বাড়ি জমবে মজা
আম কুড়ানোর বেশে
ধূসর গাছে সাজ ধরেছে
বৃষ্টির ছোঁয়া লেগে
রূপের রাণী খাচ্ছে দোলা
হাওয়ার বেগে বেগে।