স্বরবৃত্ত ৪+৪+৪+২

করোনার ত্রাস চলছে দেশে
নিচ্ছে কেড়ে ঢের  প্রাণ,
সৈনিক করছে  দেশ বাঁচাতে
তাদের জীবন প্রদান।

অসহায়রা যাচ্ছে ঠকে
যাঁতাকলের ফেরে।
গরিবের ত্রাণ খাচ্ছে সবই
নেতা-মন্ত্রী মেরে।

গরিব মরছে ভোগের অভাব
সালুন রাঁধছে জলে।
নেতার ঘরের তেলের খনি
মিলছে খাটের তলে।

ভিক্ষুকের সব সম্বল দিয়ে
করতে চাচ্ছে দেশ জয়।
ডাক্তার সাহেব ফিরছে ঘরে
করোনায় তার খুব ভয়।

মুনাফা খোর গড়ছে আখের
করে কৃত্রিম সংকট।
পোশাক কর্মী বেতন বিনে
ডাকছে  কর্তার বয়কট।