অক্ষরবৃত্ত ১০+১০
এইতো পরেছিল সেদিন
অপরিশুদ্ধ একটি ফুল,
দেবাঞ্জলিতে পায়নি ঠাই
মন্দিরে যার হয়নি কূল।
পথের ধারে ছড়িয়ে ছিল
মারিয়েছে কত শত জন!
ঘ্রাণ নিয়েছে চুমু খেয়েছে
যবে হয়েছিল প্রয়োজন।
পাপড়ি গুলোকে ছিড়ে নিছে
ছুড়ে ফেলেছে পথের বাঁকে
নষ্ট করেছে বাসি করেছে
শুদ্ধতায় ভরা ফুলটাকে।
শ্রদ্ধা-ভক্তি আর শুদ্ধতায়
কলি থেকে তার পূর্ণতায়
আগলে রেখেছে যে সতীত্ব
রূপ নিলো আজ ধর্ষিতায়।
পুষ্পরাজি সাজে বাগিচায়
যেটা কামলালসার নয়,
সম্মান করো মর্যাদা দাও
পূজ্য সে মোদের বসুধায়।