অক্ষরবৃত্ত ১০+৭
হিজল ফুলে মুড়িয়ে রাখা
কালো দীঘির জলে
পাতিহাঁসেরা সাঁতার কাটে
শেওলা ঠেলে ঠেলে।
লাঙ্গল কাঁধে প্রভাত বেলা
সূর্য জাগার আগে
কৃষক ব্যাটা বলদ নিয়ে
যায় যে ধেয়ে মাঠে।
সন্ধ্যা পূজার আসর শেষে
প্রদীপ যবে জ্বলে
দস্যি ছেলেটা হয় যে ভদ্র
অধ্যয়নের ছলে।
বাঁশি বাদক তুলছে সুর
ব্যাকুল নারী মন।
ঝিঁঝি পোকার ডাক থেমেছে
চারিদিক নির্জন
অনিল বয়ে এসেছে ভেসে
কুলকুল সে হাঁক
ডাহুক ডাকে ঝোপের ধারে
কে বুঝে তার বাক।
এমন করে যাচ্ছে যে দিন
যাচ্ছে বছর-মাস
এটা আমার গ্রাম রে ভাই
সুখের ই আবাস।