গদ্য ছন্দ
সূর্য ; সেতো জন্ম থেকেই জ্বলছে
জ্বলতে জ্বলতে ঝলসে গেছে তার রূপ।
কই তারে তো কেউ ঘৃণা করে না,
তার ঝলসানো চেহারাই তো অপরূপ।
কত মেঘ কত ঝড় কত বাঁধা বিপত্তি,
তার কাজ চালিয়েছে সে, করেনি আপত্তি।
তোমার তেজ সূর্যকেও দমাবে বারংবার
তুমি যে সেরা সৃষ্টি রয়েছে যত খোদার।
হে মানুষ, থমকে যেন না থাক তুমি
যদি খিল থাকে দ্বারে আর পথ বন্ধ যাওয়ার।
আগাও আগাও এখন নয়তো সময়
রেসের সেই খরগোশের মত সুখ নিদ্রার।
অলসতার প্রতিপত্তি যেন গিলতে না পারে,
তার কোটর যে ভূতুড়ে অমাবস্যা রাত।
হুজুগেপনা ছাড় এবার হে শক্তিশালী
ধ্বংস সেতো চিনে না জাতপাত।
পুড়লে অলঙ্কারও হয়, শুধু অঙ্গার নয়,
সূর্যের ন্যায় নিজেকে পুড়ো,আসবে ঠিকই জয়।
যার রশ্মি ছাড়া কোনো দিন হয়নি বেলা
তার কর্মে ছিলনা সামান্য অবহেলা,
জাতির কাছে প্রতিটি মানুষ একটি সূর্য
কর্মে যাদের আছে আট পায়ের মত ধৈর্য।
বৃদ্ধের উর্দি জড়ায়ো না বুকে জোয়ান,
জাতি অপেক্ষায় শুনতে তব জয়ের বয়ান।