ভাগ্যে ছিলো প্রবাস জীবন,
সুখের হলোনা,
আপন যারা ছিলো আমার
তারাও বুঝেনা।
টাকা ছাড়া কপাল পোড়া
কেউ তো চিনেনা
আমি কেমন আছি,
বলতে পারিনা।
কত স্বপ্ন ছিলো মনে
কেউ তো জানেনা,
টাকার মেশিন হইয়া এখন
শুধুই যন্ত্রনা।
সবার আশা পুরন করে
এই বিদেশে আছে পড়ে।
মন তো মানেনা।
লক্ষ টাকায় যায়না ওদের
ভালোবাসা কেনা,
যখন একটু স্বার্থ ফুরায়
যায়রে তখন চেনা।।
মা জননীর নয়ন মনি
বলতে গেলেই চোখে পানি।।
তার মত কেউনা।
কত বছর হয়ে গেলো,
সইতে পারিনা,
যাবো কবে দেশের বাড়ী
ভাবতে পারিনা।
হয়তো যাবো শেষ গাড়ীতে
হবেনারে আর ফিরিতে,
চিন্তা রবে না।