ধর তক্তা মার পেরেক,
কিসের থামা কিসের বেরেক,
সময় আমার খুবি কম  ,
যাবে বুঝি যাবে দম।
ধর তক্তা মার পেরেক,
কিসের থামা কিসের বেরেক,
সময় আমার খুবি কম  ,
যাবে বুঝি যাবে দম।

করলি না তুই মনের বাজার ,
ভালো কাজে মনট বেজার ,
বাজে কাজে পরান খুজে ,
শনি রবি সোম , হেই ,
করলি না তুই মনের বাজার ,
ভালো কাজে মনট বেজার ,
বাজে কাজে পরান খুজে ,
শনি রবি সোম ,
ধর তক্তা মার পেরেক,
কিসের থামা কিসের বেরেক,
সময় আমার খুবি কম  ,
যাবে বুঝি যাবে দম।

কয় ইলিয়াস হুসাইন,  
থাকবো না আর বেশিদিন ,
দেখাই খেলা , শেষের বেলা
ওস্তাদ রাইখা গেছে ‍ঋন। হেই
কয় ইলিয়াস হুসাইন,  
থাকবো না আর বেশিদিন ,
দেখাই খেলা , শেষের বেলা
ওস্তাদ রাইখা গেছে ‍ঋন। হেই

মঙ্গলবারে মঙ্গল নারে ,
বুধে করে ধাওয়া ,
কখন জানি বৃহসপতি ,  
শুরু করে চাওয়া ,

মঙ্গলবারে মঙ্গল নারে ,
বুধে করে ধাওয়া ,
কখন জানি বৃহসপতি ,  
শুরু করে চাওয়া ,

শুক্রবারে  শেষ হবে খ্যাম ,
খেপা খেপির সময় কম.
যাবে বুঝি যাবে দম।
যাবে বুঝি যাবে দম।
যাবে বুঝি যাবে দম।
যাবে বুঝি যাবে দম।