কি নেশা জাগালে মোর মনে,
এ ঘোর কাটে না কি সর্বনাশা দশা!
তোমাতে ভাবনার কাটে মোর সারাদিন,
উদ্দেশ্যহীন তরী যাবে কোন পথে?

এ কালবৈশাখীর ঝড়ে মুই কোথায় পাই ঠাঁই?
দেবে কি ঠাঁই তুমি মোরে হৃদয়ে,
আছে কি তোমার হৃদয়ের গহীনে জায়গা?
তোমার কাছে চাই মুই ঠাঁই।

সুখে-দুঃখে চেয়েছি তোমারে,
হয়নি কভু বলা।
হয়তো হবেও না আর তোমারে বলা,
ভালোবাসি মুই যে তোমারে।

সম্পর্কটা এভাবেই থাকুক মোদের,
কভু বলব না মুই ভালোবাসি তোমায়।
তোমায় বলিলে তুমি ভাসিয়ে দিবে অবহেলায়,
তাই বলব না মুই তোমায় ভালোবাসি।

অপ্রকাশিত ভালোবাসা,
থাকুক না অপ্রকাশিতই।
হোক না প্রেম তোমার লাগি মোর মনে,
ভালোবাসিব মুই একাকী।