আমি লিখিয়াছিলাম তোমারই নাম
করিলে তুমি হেলা।
অবহেলার বান মারিলে তুমি
আমারই হিয়ায়।
স্বপ্ন সাজায়ে যে পথে চলেছি,
সেই পথ ভেঙে দিলে।
বিষাদমাখা তপ্ত নিঃশ্বাসে
শুধু দহন রয়ে গেলে।
ডাকিতাম যারে, সে ফিরিয়া চায় না,
শুধু নিঃশব্দে হাসে।
হৃদয় ভাঙার শব্দ কি শোনে?
নাকি কেবলই ভাসে?
তবু আমি আজো লিখি তোমার নাম,
শুধুই কষ্টের কালি।
ভালোবাসা কি তবে ছিলই মিথ্যা?
নাকি এ আমারই গালি?