তুমি আমার মস্তিষ্কের পদচারণা,
তুমি আমার কবিতার ছন্দ,
তুমি আমার কবিতার কাব্যিক শব্দ।
চোখ বুঝিলে তুমি দেও হানা একাতরে,
আমার স্মৃতিতে তুমি আসো বারে বারে।
নিস্তব্ধ রাতে তুমি ঘুম ভাঙাও স্বপ্নে,
ঘুমভাঙা স্বপ্ন হবে কি সত্য?
নতুন করে আঁকিয়াছি তোমায়,
আমার হৃদয়ের গহীনে।
বলা হয়নি তোমায়,
ভালোবাসি তোমায়।
নতুন করে জাগিয়েছো তুমি,
হৃদয়ের গহীনে উত্তাল সমুদ্রের ঢেউ।
তুমি শস্যহীন মরুভূমিতে জন্মানো বৃক্ষ,
আমার মৃত্যু হৃদয়ে জন্মানো ভালোবাসা।
তোমার হাসিতে হাসে আমার মন,
তোমার দুঃখে কাঁদে আমার মন।
দেখেছো কি তুমি আঁখি মেলে?
দেখিবা কি করে!
বলা হয়নি তোমায় ভালোবাসি।
তবুও হৃদয়ে এক প্রশ্ন ঘোরে—
তুমি কি জানো আমার নীরব ভাষা?
যদি বলি একদিন,
তবে কি জাগ্রত হবে তোমার ভালোবাসা?
নীরবতা ভেঙে আসিবে কি কাছে?
নাকি এই গল্পই রবে চিরকাল অসমাপ্ত?