আমার লক্ষ্য হবে তীর ধনুকের ন্যায় সুক্ষ্ম।
আমাকে দেখে করিবে যে উপহাস;ক্ষতি তো আমার হবে না, হবে তার।
ঈর্ষা যাতনায় বিদীর্ণ হবে তার মস্তিস্ক রাত্রি-দিন।
চায় যদি সে করুক না উপহাস,নাই কোনো বাধকতা।
আমিতো আমারই পথে অটল,
লক্ষ্য করিবো সফল।
খোদা তো আছে, করিবে কে আমাকে পদভ্রষ্ট?
আসিবে যে করিতে পদভ্রষ্ট, হয়ে যাবে সে চূর্ণবিচূর্ণ ।