কখনো বলা হয়নি ভালোবাসি তোমায়,
নিরবে নিভৃতে আঁকিয়াছি তোমারই ছবি।
শয়নে স্বপনে দেখি তোমারই প্রতিচ্ছবি!

লুকোচুরির মাঝে কথা তোমারই সাথে; কল্পনায় জুড়ে থাকো তুমি।
ডাকাতের বেশে করিয়াছ তুমি;আমারই মন ডাকাতি।
কোন থানায় করিবো ডাইরি তোমাই নামে;বলে দাও তুমি।

কখনো বলা হয়নি ভালোবাসি তোমায়,
তোমারই মেসেজের অপেক্ষায় আমায় করে পাগল;জানি তুমি তো হওনি পাগল।
বানিয়েছো পাগল আমায়;তোমারই মায়ায়।

কখনো বলা হয়নি ভালোবাসি তোমায়,
তোমারই বন্ধুত্বপূর্ণ আচরণ আমার হৃদয় কেরেছে।
তোমার মায়াবতী চেহারা ;আমার অন্তর চক্ষু খুলেছে!