আমি হারিয়েছি ফেলেছি তোমাতে
নিজেকে খুঁজে পাচ্ছি না আমাতে।
হৃদয়ে বইছে দোলা; কিসের লাগি আকুল মন হইছে ব্যাকুল!
বলতে পারো কি?
কি এমন করিয়া তুমি,করেছো মোরে ব্যাকুল।
থাকিতে পারি না তোমায় ছাড়া- এটাকে কি বলে?
হৃদয়ে বইছে জোয়ার, উঠিয়াছে তুফান মোর মনে; এটা কিসের তুফান নাহি জানা মোর জ্ঞাত।
উতলা হৃদয় মোর কখন জানি ছেদ করে বাঁধ!
মোর হৃদয়ে তোমার লাগি চিৎকার করে; নতুন ভোরের আলো স্বপ্ন বুনে!
এটাকে কি বলে?
তোমার আঁখির চাহনি আমার হৃদয় উত্তাল করে।
তোমার মায়াবতী মুখখানা আমার বড্ড ভালা লাগে।
তোমার হাসি-মাখা মুখখানা আমায় দুঃখ ঘোচাতে অনুপ্রেরণা জোগায়।
তোমার কন্ঠ আমার এখনো কানে আসে- এটাকে কি বলে?
ভালোবাসি আমি তোমায় কভু হয়নি তো বলা,আমার এ ভালোবাসা থেকে যাক অমর হয়ে।
থাকো তুমি সুনীল ধরায় সুখে বিচরণ করিয়া।
ভালোবাসি তোমায় কভু হয়নি বলা, থেকে যাক না ব্যক্ত ভালোবাসা আমারই মাঝে।