ভালো লাগে না মোর বিস্বাদ ভরা জীবন,
ভালো লাগে না মোর এই দুনিয়ার মোহ-মায়া।
নিস্তব্ধে ছেয়ে আসে জীবনের ভেলা,
উদ্দেশ্যহীন গন্তব্যে ভরা মোর জীবন
বের হওয়ার সন্ধান খুঁজে।
মিথ্যার জালে আবদ্ধ ধরায়,
সত্যের সন্ধান খুঁজে।
প্রতিটি শ্বাসে যেন বোঝা হয়ে আসে,
অন্ধকারে ঢেকে যায় জীবনের আশা।
অজানা এক আলোয়, একদিন পাবো মুক্তি,
পৃথিবীর কোলাহলে খুঁজবো অনন্ত শান্তি।
অন্ধকারে ঢেকে যাওয়া জীবন
প্রদীপের সন্ধান করে।
প্রদীপের আলোয় আলোকিত হোক মোর জীবন,
নতুন প্রভাতে খুঁজে পাই শান্তির পরিবেশন।
তবু আশার দহন থামায় না কখনো,
পথের শেষে হয়তো মিলবে সুখের বসন।