বিষন্নতায় ভরা জীবন মোর, নাহি কূল, নাহি পাই ঠাঁই, কোথায় যেয়ে উঠি মুই!
এ কী জীবন মোর বলো?
বিধাতা করেছে সৃষ্টি মোরে, কখনো দেয় সুখ আবার কখনো দেয় দুঃখ।
এরই মাঝে মোর জীবন চার দেয়ালে বন্দী।
এ বন্দীশালা থেকে কবে হবো মুক্তি, ঘুরবো বিশ্বজগৎ মুই।
শীতের অতিথি পাখির মতো উড়বো কবে মুই! এ মোর জীবনের আকাঙ্ক্ষা।
এক বুক পাহাড় সমান আশা নিয়ে বাধিয়াছি মোর স্বপ্নজাল।
স্বপ্নের সাগরে ভেসে বেড়াই মুই,করিতে হবে মোর স্বপ্ন পূরণ।
কলিজার মাঝে চিৎকার করে,কবে পাবো স্বপ্নের দেখা!
আহ্! স্বপ্ন তুমি কেনো এড়িয়ে চলো?পাই না তোমার দেখা।
তোমার আশার পথিক আমি, কবে পাবো দেখা।