তোমার নদীর গভীর অতলে,
বুঝি লুকানো থাকে প্রেমের গুপ্ত মানিক!
তোমার দেহের ঘ্রাণ;-
নিয়ে যায় পারিজাতের বনে।
শিমুল রঙা ঠোঁটে আলতা ধোয়া পায়,
মাদকের মতো যৌবন নেশা ধরায়-
পেলব গ্রীবা, কাজল টানা চোখ;
আমাকে করেছে মাতাল সকাল দুপুর রাত।
যদি আরো এক সহস্র জীবন কেটে যেত ;
তোমার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে!
যদি অনন্ত সময় থমকে যেত এমনি পাশাপাশি।
শুধু তোমার মুখের একটি হাসি,
যে দোল দেয় হৃদয়;-
হাজার গোলাপ নিরর্থক তার কাছে;-
চাঁদের আলোর নিচে নির্জন মাঝ গাঙে:
বুকের পরে শুয়ে থেকে পৃথিবীর অর্ধেক সময়,-
ফুরাক না হয়!