আকাশ বিছানো এই জোসনা যখন
তোমার চোখের চেয়ে বিষন্ন, মলিন-
ডাহুকের ডাক তোমার সে কান্নায় হয়েছিলো বিলিন;
তোমার এলানো কোঁকড়া চুল শিশিরে ধুয়েছিল সেদিন;-
গভীর নিশিথে এই ধান ক্ষেত, সেও।
মাঠের ফাঁকা এক কোনে,
হিজলের ডালে নিথর বাদুড় জেনেছিলো মানে।
নিঃশব্দ মানব মানবীর প্রনয়ের ব্যাথা।
এই মাঠে তেতুলের বনে -
দ্বাদশ্বী কৃষ্ণ রাতে হয়েছিলো গাঁথা।
তোমার কিশোরী কালে;
যখন একটি কূহক জেগেছিল মনে ,বহু কোলাহলে।
সেদিন এমনই ছিল কুয়াশায় প্রান্তর
তবুও দুই দিনের প্রভেদ অনন্ত বিস্তর;
মেঘের আড়ালে চাঁদ গিয়েছিল চলে,
হয়ত লাজুক প্রেয়শীর মুখ দেখবেনা বলে।
আমিও দেখিনি ছুঁয়ে,
শুধু অনন্ত বিস্ময়ে!
এ হৃদয় জমেছিল প্রগাঢ় প্রণয়
খেলেছিল মনে আশ্চর্য গভীর বোধ আর্দ্র শিশিরে ধুয়ে।
তোমার কোমল গ্রীবা লতানো আঙুল,
দিয়েছিল বিস্বাদ পৃথিবীর পরে উষ্ণ অনুভুতি;-
চিরকাল যদি নাই হবে এমন
বিস্মৃত বালুচর কেন জাগে? স্বপ্ন যেখানে এক জোয়ারের স্মৃতি।