নরম মাটির পরে হেটে যারা খুঁজে ফেরে নারীর হৃদয়;
পর্ণমোচী বৃক্ষের ছায়ায় যারা পেতেছে সংসার;-
ঝিনুকের মতো যারা মুক্ত লুকায়ে বুকের ভেতর; গিয়েছে চলে অতল প্রদেশে ।
দেহের গলিপথ ধরে সেই সব জগতের খোজ পেতে চায় যারা-
ঘৃণার মশাল জেলে অন্ধকারে বসে থাকা কীট;
ঘিরে ধরে তাহাদের মন।
মধ্যাহ্ণে সরযূর তীরে আশোক বনে ঘুরে ফেরা সুর্পনখার দল;
আজও তারা ঘুরে ফেরে শিকারের খোঁজে ;-
তাড়কার মতো অশ্বমেধে ছিটায় জঞ্জাল।