তোমাকে ভোলার ব্যাথা আজো চলি বয়ে
যখন বেলীর ঘ্রাণ ফিরে আসে দক্ষিন বায়ে;
আমার অর্ধেক দিন আর অর্ধেক রাত কাটে-
                                      চাঁদের আলোর নিচে।
সে গেছে চলে জীবনের অর্ধেক হিসেব তবু পড়ে আছে;-
কত স্বপ্নে ঘেরা মাথার মগজ,
বর্ষায় পচে যাওয়া যেন এক পুরানো চিঠির কাগজ;
পচে গলে আজ নিশ্চিত, সে হৃদয় খুইয়ে মাটিতে মিশে গেছে ।
বুকের গন্ধ তার হাড়হীম মাটির গভীরে,
                                        মরে আহাজারি করে ।
অন্ধকার ডেকে নেয় তার,
যখন জীবনের সব টুকু ভার-
ক্লান্ত করে; একাকী বিষন্ন হৃদয় নিরানন্দ গোলোক ধাঁধায়,
ঘুরে ঘুরে হয় দিশে হারা; তখন নিবীড় কামনায়;-
আকাঙখা করে এক উষ্ণ মানুষের; কোন এক নিরাষার নেশা,
শুষে নেয় সব আশা, ভালোবাসা।
নারীর প্রেম, অর্থ, বৈভব হয়ে যায় ফিকে;-
হেরে যায় মানুষ অথবা সময়ের কাছে ছুঁড়ে ফেলি তাকে।