সময় দিলে সময় মিলে তুমি বুঝবে কত দিনে,
ভাবতে ভাবতে দিন ফুরালে সে ধন মিলবে কেমনে।
নিশীদিন আলো করে
যে বসত করে এই অন্দরে
কবে তুমি পুজিবে তারে
নাও হে ডেকে নিজের করে
তোমার আপন চরনে।
ঢুকতে হলে প্রেমের ঘরে
কাম ফেলে আয় বাহির দ্বারে
লোভ লালসা যত পারিস
শেকলে তুই বেধে রাখিস
গুরুরে তুই রাখিস স্মরণে।
হলে পরে গর্ভবতী
সেই নারী রয়না স্বতী
এই ধারণা ভ্রান্ত অতি
অধমের ত হয়না গতি
মন ভরা পাপের কারনে।
এসে তুমি দিলে ধরা
ঘুচবে তোমার বিরাণ চরা
বাছাড়ের তো বোধ হলনা
তাই সাধুর চরণ পেলনা
সদাই পোড়ে বিরহ দহনে।
সময় দিলে সময় মিলে তুমি বুঝবে কত দিনে,
ভাবতে ভাবতে দিন ফুরালে সে ধন মিলবে কেমনে।