সোনালি রোদের অন্ধকারে কে যেন চুপিসারে,
চুরি করে নিয়ে গেছে আমার হৃদয়, সেই তারে,-
খূঁজে ফিরি এত কোলাহলে মানুষের ভীড়ে বহুদিন ধরে।
অচেনা তস্কর ফেলে গেছে তার ছায়া;
অদ্ভুত আঘ্রান পড়ে আছে সবখানে; যেইখানে কায়া-
রেখেছিল ক্ষণকাল। আরো এক কী জানি মায়া,
গেছে ফেলে; আমার সমস্ত চৈতন্য আচ্ছন্ন করি।
ধন-মন, বিষয়বাসনা সব ছেড়ে নিত্য আমি ঘুরি,-
যদি আর একবার পাই সেই চিরানুরক্ত পরস্বহারী।
কোন এক প্রেয়সী নবীনা যুবতীর মুখ চেয়ে চেয়ে
অজ্ঞাত বিদেহ প্রেম জেগে ওঠে এই দেহ বেয়ে,-
স্বর্ণলতার মতো প্রনয়ী আমার! এক নরম শরীর নিয়ে;
সর্বস্ব লুটে সেই কবে হয়েছে ফেরার নাম-গোত্রহীন,
অনন্ত প্রত্যশায় থেকে থেকে আমি আজ সংসার বিহীন।