কোথায় হারালো সেই সব সাধ,
হৃদয়ের কোমল গান্ধারে- সেই সব প্রেম
জীবনের সায়াহ্নে বেলায় আবেগের বাঁধ;
বুঝি এমনি যায় ভেসে, তারপর শুধু তুমি-
একটি রাতে হয়ত আবার শ্রাবণের
ধারার মত অবিরত;
ঝরে যাব দিনান্তে।
গ্রহ থেকে গ্রহান্তে যে ধুমকেতু চলে যায়,
কি লাভ বল মনে রেখে ? আকাশের দিকে চেয়ে
অনন্ত প্রতিক্ষায় -
কী হ্য়?
ফিরে কিছু আসে কী স্মৃতির অতল গর্ভ হতে?
বেদনায় আর্ত হলে তোমার কি আসে যায়;-
কাঁদে তো হৃদয়!
আকাশের যে নীল, বেদনার সাথে তার তফাত কোথায়!
আমার ও তো এ জীবন ,
ঢেউয়ের মতন- নেচেছিল জোস্নায় ;
তারাদের সাথে ।
বেঘোর ঘুমের ঘোরে অচৈতন্য করে;-
মহাকালে দিন শেষে শুন্য হাতে ,
রিক্ত আছি পড়ে।