সেদিন হটাৎ আবার পাওয়ার জন্যে ব্যাকুল হলো হৃদয়;
ঠিক সেই প্রথম দেখা দিনের মতো উতলা,-
খুব ইচ্ছে করে আবার-
তোমার খোলা চুল যত্নে বেনী করে দেই!
তোমার পায়ে পরিয়ে দিই আলতা!
সে পায়ের চিহ্ন পড়ুক আমার সমস্ত বুক জুড়ে;
লাল শিমুলের মতো!
বিছানা ভরা তোমার দেহের ঘ্রাণ,
হোক আমার নিসঙ্গ রাতের সঙ্গী!
কাচের চুড়ি ভেঙে পড়ুক বেসামাল ভালোবাসার ঘায়!
তোমারে ছুয়ে যাবার নেশায় নিলজ্জ প্রেমিকের দায়,-
আমি বয়ে যেতে রাজি সমস্ত সময়!
খুব ইচ্ছে করে তোমার ইষত ফুলো ঠোঁট জুড়ে একে দিই,
গভীর প্রণয়ের ক্ষত;-
তোমার গ্রীবায় পড়ুক দাগ!
ভালোবাসায় আনত রক্তিম চোখ ভরায়ে দেই প্রগাঢ় চুম্বনে।
বর্ষায় এ বিরহী দিনে,
তোমারে জড়ায় শুয়ে থাকি অনন্ত প্রহর!