যখন মাঝ রাত, আমি জেগে থাকি
ঘুমানোর মত;
জোস্নায় ভেসে যাক অই আকাশ
আমার কি দায়, প্রেমের কাব্য লেখার।
যখন বেতোস বনে হালকা হাওয়ায়
ওড়নার নীল পাড় উঠুক ফুলে,
নৌকার পালের মতো বেলাগাম।
শীতের শেষ রাতে কুয়াশায় ঘাসের শিশিরে
নুপুর ভিজলো কি ভিজলো না কি যায় তাতে
যখন রেখেছি হাত তোমার হাতে।
ডুবে যাক দুই কূল, কানে গুজে ঘাস ফুল
ভেসে রবো প্রেমের মড়ার মতো।