একদিন সন্ধ্যার আঁধার ঘিরে রবে এ গৃহের চারপাশ,
দিনান্তের কোলাহল হবে নিশ্চুপ ।
জানিনা আবার হবে কিনা উষা অথবা সপ্তাশ্ব,-
বিন্ধ্যর মতো থাকে নতশীরে অনন্ত প্রতীক্ষায় অগুস্থের আশায়;
ছলনায় রেখে না ফেরে যদি কোনকালে,
চিরকাল কেটে যাবে অসীম অপেক্ষী হয়ে।
আরো একদণ্ড যদি কাছে পাই এই কামসখে;
হা হুতাস উতলা যৌবনে, তোমার প্রতীক্ষায়,
যদি কেটে যায় জীবনের সকল সময়।
প্রফুল্ল দুঃখের দহন দাও যদি কৃতার্থ রবো,
দেহের প্রতি পলে তোমার প্রগাঢ় রুপের প্রলেপ ,
দিব্য জ্যোতি হয়ে,
আমারে করেছে চির তৃষিত প্রণয়ের কাঙাল;
যদি আশা দাও, মাথা ন্যূয়ে বিন্ধ্যার মতো রব পড়ে অনন্ত যাত্রায়।