পৃথিবীর মানুষেরা পায়না যারে হৃদয়ে খুঁজে-
অনন্ত বিস্তৃত বিষম অন্ধকারে যেন মৃদু মৃদু বাজে,
সেই ধবনি; কোথা হতে আসে আর কোথায় মিলায়;-
যদি ধরা দেয় তারা প্রেম হয়ে নারীর হৃদয়,
বেদনার ভার বয়ে প্রতীক্ষায় শেষ হয় তাদের জীবন।
রাতের আঁধারে ফিরে আসা দারুন সে আকাঙ্ক্ষায়;
বালিশে লেগে থাকা চুলের ঘ্রাণ জাগায় প্রণয়-
তবুও হৃদয় প্রাচীন পাথরের মতো অহল্যা যেমন।
আমিও বয়ে চলি সেই সব নদীর কিনারে কিনারে,
প্রফুল্ল তরঙ্গ যারে ঘিরে করে উচ্ছল যৌবন উৎসব।
'শুধু একবার যদি' এই বোধ জুড়ে থাকে সমগ্র জীবন;
অন্যলোকে দূরের নক্ষত্রে চেয়ে জেগে থাকে যারা নিশ্চুপ;-
এক আশ্চর্য প্রেমের বোধ নিয়ে তোমার খুব, খুব কাছে,-
প্রত্যহ প্রেয়সীর ঘ্রাণ লয়ে অদ্ভুত এক জগতে আছি বেচে।