জানিনা পৃথিবীর পরে আর কোন দিন-
তোমারে দেখিবো কি?
রচিবো কি অজস্র স্বপ্নের নগর?
নানা উছিলায় আর কবে ধরিবো তোমার হাত!
আলতায় রাঙাবো তোমার চরণ!
এ জনম বুঝি চলে যাবে তোমার অপেক্ষায়!
তোমার আখি জল চিরদিন কাদাবে আমায়।
আর কবে ছায়া হয়ে আসিবে আমার পাশে?
আর কবে রাখিবে যত্নে প্রগাঢ় ভালোবেসে।
খুব মনে পড়ে বার বার তোমার ওই মুখখানি
প্রিয় এত ভালোবাসি যারে কে চায় হারাতে?
কী গভীর মায়া তোমাতে, যেন জনমের অতৃপ্তি
বুকে করে কেটে যায় দিন, লক্ষ বছর সমান।
প্রিয় খুব মনে পড়ে তোমারে ; সারাদিন ধরে।
মনে হয় চিৎকারে কই- 'আমি তোমাকে চাই';-
এ সরল সত্য লুকানোর নাই।
তোমার সকল স্বত্তা যখন আমার নৈবেদ্য করেছে গ্রহন;
সেই ক্ষণে আমারও হয়েছে মরণ!
সমস্ত পৃথিবী হারাই যদি তোমারে ভালোবেসে;-
ক্ষেদ নেই এতটুকু সেই সর্বনাশে,
আলতা রাঙা তোমারে যদি পাই সমস্ত দিনের শেষে!