প্রেয়সির দুটি হাত আর সেই মায়াবিনী আঁখি,
কত প্রেমিকেরে গেছে ছেড়ে কত হৃদয় দিছে ফাঁকি।
সব জেনে বুঝে আমি সেই তারে দিয়েছি হৃদয়
বুঝেছি প্রেমের মুল্য দাম দিয়ে হয়না বিক্রয়;
আশা নেই যেথা, তবুও সেইখানে সাজায় দোকান,
অপেক্ষায় আছি; সব কিছু বাজি ধরে বিপন্ন জীবন
ভেসে চলে শেওলার মত স্রোতহীন; দিশাহীন-
প্রেমের মুল্যের খোঁজে কেনো ছোটে প্রেমিকের দল?
অশান্ত সাগর খুঁড়ে যেঁচে আনে বেদনার নীল হলাহল!
আমারও উষ্ণ ঠোঁটে আশা জাগে অমৃতের পান।
বয়সের দোষে নস্টামি আমি প্রেম বলে জেনেছি ;
একদিন আমারও মনে জেগেছিল বিতৃষ্ণা প্রেমের।
পাষাণে ব্যর্থ প্রণয় খুজে বিষন্ন তিতে হয়ে গেছি
বিস্বাদ ঘৃনার স্তুপ গড়ে কার ইচ্ছা থাকে জীবনের?