এখন ও ভোরের কুয়াশা ঘাসের নরম পাতায় লেগে আছে,
এখন পুবের আকাশে আঁধার।
পাখিরা পাতার নিচে এক পায় : অপেক্ষায় উকি দেয়;
দক্ষিনের আলগা বাতাস দিয়ে যায় শীতল পরশ।
তবু কেনো ঘুমহীন জেগে থাকে একদল মানুষ?
বুকের ভেতর যাদের বাসা বাঁধে নীরব বেদনা !
তাদের ও কী দিনরাত্রী কাটে নিদ্রাহীন?
শীতের শুকানো মাঠে ঘাসের চাদরে সারা রাত-
আদিগন্ত মাঠের মাঝখানে বসে থাকি যদি আজ;
চাঁদের রুপালী আলো মেঘের আড়ালে জোনাকীর মতো
যদি জ্বলে আর নেভে। আহা!
যেখানে নারীর প্রেম গোপনে পুরুষের হৃদয় কুরে কুরে খায়;
প্রস্তর ক্ষয়ে যায় অপেক্ষায়-
বাক্যহীন চোখের ঈশারা ব্যার্থ হয়;-
জানি হয়ত তারও হৃদয় কাঁদে; কালোহয়, ফুলে ওঠে চোখ।
যখন সে পাশে থাকে , কত কাছে হৃদয়ের;
প্রেমের গন্ধ লেগে জেগে ওঠে জীবনের বিচিত্র সাধ।
অন্ধকারে বসে আমি যখন ভাবি এই সব কথা-
'তখন সে কতদুরে! কার কাধে মাথা রেখে নিতেছে নিঃশ্বাস'
মনে হয়, ঘুণপোকা খুজে পায় আঁধপাকা বাঁশ।