প্রেমের দিন শেষ হলে আকাশে বর্ষা নামে;
খোলা চুল ভিজে গেলে কি হবে আবার!
কৈবল্য পাহাড়ে কি জ্যোৎস্না হলুদ দেখায়?
মরীচিকা দূরে গেলে, পথ কী ফুরায়?
অভিমানে এক বুক ব্যথা নিয়ে অলীক স্বপ্নে
ভেসে থেকে, যায়কি পাওয়া মেঘের দেখা?
চারদিক অন্ধকারে ঢেকে কালো মেঘ আসে যদি,
প্রলয়ের নাচে; আমিও ময়ূর হবো, যাবো কুঞ্জবনে।
সুখের চামর দোলানো সেই সব চিঠি;
হৃদয়ের মানচিত্র হয়ে দিয়েছিল দিশা দুরন্ত অভিযানে।
কাগজের নৌকা বানায় যাবো দূর দেশান্তরে-
যদি মাঝ রাতে অথবা সন্ধ্যা আধারে;-
তোমার দেহের ঘ্রাণ না পাই এ জনমে আর;
জোনাকির আলোয় ঘুচাবো জীবনের সমস্ত আঁধার।
পৃথিবীর পরে কিছু অলস সময় কাটে যদি
মায়ামৃগ খুঁজে; জোটে যদি কতেক বেদনা।
দিশাহীন অন্ধকারে এক চিলতে আলো সুদূরে;
জেগে থেকে আশা দেয় পৃথিবীর সব মানুষেরে।