একদিন মানুষের পায়ে হাটা এই পথ
আবার সবুজ ঘাসে ডেকে যাবে;
সেই সব বাবলার সারি,
নীলাভ ছায়ার রং-
নদীটির কোলজুড়ে কেওড়ার বন,
হয়ত আসবে ফিরে- জোনাকির মতোন।
মামানাড়ু সেই ফল ; সেঝেঁ কাটাঁর ঝোপে
লতাবে নতুন করে।
কাশের ঝোপের নীচে শেয়ালের দল
হয়ত খুজে নেবে অন্ধকার রাত;-
সেদিন সন্ধ্যার আগে মরা জামের কোঠরে
নীল গলা বসন্তবৌরি,
আসিবে ফিরে-
জানিনা এই নির্জিব মানুষের দল,
রবে কিনা।
আমার চিহ্ন কিছু রবে নাকি ;
ভাঙা দেয়ালের গায়?
যেখানে আবাস ছিল শত বর্ষ ধরে,
কিছুই কি আর লেখা থাকে সভ্যতার পরে?