এখানে মানুষের প্রণয় গেথে আছে কোনার্ক, খাজুরাহে;-
চোখের সমূখে তবু নত শীরে,
প্রেয়সীরে খোঁজে ফেরে জন্ম জন্মান্তরে।
আস্ফুট কত বাক কবে থেকে জমা হয়ে আছে খোদিত পাথরে।
কত কথা চায় বলিবারে দেখো চেয়ে হে প্রিয়তমা;-
এই প্রেম যেন মিছে প্রবঞ্চনা।
আপনি দগ্ধ হয়ে কামনার বশে আছে শুধু ছাই ভস্মময়,
তবুও অতল সাগর তোমার হৃদয় রইল অক্ষয়।
ক্ষনিকের তরে বিশ্ব চরাচরে এইখানে পৃথিবির পরে-
জনমের তৃষা লয়ে ভালো বাসিইয়াছি তোমারে;-
ভেনাসের অদৃশ্য ভাঙা দুইবাহু বুকের নরম গন্ধে করে আহ্বান,
কী নিবীড় গভীর প্রণয়ে গড়া রঁদার 'চুম্বন'।
সহস্র অযুত বছর ধরে প্রেয়সীর শরীর চুয়ে চুঁয়ে;-
অনাদি অনন্ত ব্যাপি প্রেমিকের প্রেম গেছে ছেয়ে।