দুরে আরো দুরে, যেখানে এই দেহ
যায় নাতো; ব্যথা ভরা আত্মারা,
ঘোরে ফেরে- অনাদরে।
ঘোলা জল ভরা নদীটি পারায়ে,
প্যাঁচ প্যাঁচে কাঁদা আটা এই চরে,-
পায়ের চিহ্ন এঁটে সন্ধ্যার আঁধারে
আবার আসবো ফিরে তোমার অন্বেষণে;
এক বুক প্রেম দিয়ে যাবো উষ্ণ আলিঙ্গনে।
বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে শেয়াল ফিরে যাবে,
বুনো ঝোপের আড়ালে মাটির অন্ধ কোটরে।
হলুদ চাঁদ ফুটে রবে সোনালী আঁধারে;
তোমারে মনে করে হে তিলোত্তমা;
আজো এই বুকে জমে থাকা ব্যথা-
নড়ে ওঠে; দহন ব্যথায় পুঁড়ে;
খাক হয় ইটের পাঁজার মতো।
যদি আরো একবার কাছে পাই,
আগেকার মতো; তোমার নিঃশ্বাসে-
নড়ে ওঠে বুকের পশম।
দিব্যি অই প্রেমের দেবতার,-
প্রেমের অতল সাগর খুঁড়ে,
অমৃত সুধা নিয়ে যাবো ঘরে।