এইখানে ধরণীর পরে মেঘ মেদুর আলোছায়,
হয়ত আরো কিছুদিন খুজিবো দুজন দুজনায়।
নরম চাঁদের আশায় কয়েক মাস কিংবা বছর-
প্রতীক্ষা করে যাবো; তারপর একদিন আবার,
তুমি চলে যাবে! হয়ত খুজিবে বিষন্ন অনুভবে;
ভোরের ঝরা শিউলির মতো হৃদয় ব্যাথিত হবে!
যদি মনে পড়ে সেদিন পুরাতন স্মৃতি, পুরাতন
কথা! নদী-জল-মাঠ আর লাঙল, গভীর কর্ষণ,
শরীরে জাগাবে শিহরণ। তেলাকচুর ফল ঝরে
যাবে অগোচরে বাবলা বনে, অনাদরে অন্ধকারে
চুপিসারে প্রতিদিন; আমাদের প্রণয়ের মতন-
কত শত ছুয়ে যাওয়া, কত শত গভীর চুম্বন!
তোমার সঙ্গসুধা আমার অঙ্গের কানায় কানায়
দারুণ পিপাষা হয়ে জাগ্রত রবে, অনন্ত সময়!