সোনালী অতীত ফেলে নিরানন্দ সমূখ ভবিষ্যতে;
অদ্ভুত পিপাষা জাগে, শীতের কুয়াশায়!
কারা আর দ্রোহের বীজ বোনে পাষাণ মৃত্তিকায়?
প্রেম বুকে আমরা যারা এখনো রোজ প্রলেপ আকি ক্ষতে!
দানবেরা চারদিকে জ্ঞান করে ফেরি;
সভ্যতায় বিশ্বাস যারা রোজ করে চুরি-
কুমিরের কান্না তাদের যেন গগন বিদারি।
আলোহীন নরকের কীটেরা তবু কুরে আস্ফলন;
বুকের রক্তে জোয়ার আসে হটাৎ হটাৎ বিপুল বিস্ফোরণ।
মৃত্যুর স্বাদ যেন জ্যোৎস্নায় শিশির ভেজা ঘাসের মতোন!
আর কতো বেহুলার মতো ভেসে যাবো নিরুদ্দেশ?
ইন্দ্রের সভায় নেচে পতি পাবার কোথায় শেষ?