আমার কবি বন্ধুদের কবিতা পাঠের পর তাদের কবিতা পড়ে কবিতার পাঠ প্রতিউত্তরে যে ছোট ছোট পঙতি গুলো লিখেছিলাম তাই আজ প্রথম খন্ড কবিতায় আকারে দিচ্ছি।
১।
এ বিশ্ব নিখিল সর্ব চরাচরে
অসীমে ও মর্তে যা কিছু বিস্তারে
কিছু নাই যার
সব কিছু তার
সে কবি, সংসার লাগি যার হৃদয় বিদারে।
(প্রিয় কবি শিকদার ওয়াহিদুজজামান এর কবিতা 'কবি তো নিঃসঙ্গ নয়'- এর পাঠোত্তর)
২।
গোপনে অলক্ষে যদি মন কাঁদে
হৃদয়ের আকুল টান যমুনা কী বাঁধে?
প্রেমের বারতা পেয়ে
আষাঢ় বাদলে নেয়ে
অভিসারে যাবে ঠিকই ছল করে রাধে।
(প্রিয় কবি আমিরুল ইসলাম আমির এর কবিতা 'অদেখার প্রেমে'- এর পাঠোত্তর)
৩।
কে পেয়েছে কবে এ জগতে
প্রেমের প্রতিদান প্রান থাকতে
সর্বহারা কবি যারা
সব হা্রায়ে আত্মহারা
ঘর ছেরেছে সেই খ্যাপারা কুলহারাতে।
( এই মন্তব্যটি কোথায় করেছি মনে করতে পারছিনা বলে দুঃখিত)